Ads Area

সার্থক জীবন - ডেইজী আশরাফ

 সার্থক জীবন

---------------
জানিনা কখন যৌবন এলো
মনেতে লেগেছে রঙ
বেজেছে কখন মন ঘড়িতে
ঢং ঢং ঢং ।
কার হাতের ছোঁয়া পেয়ে
খুলেছে হৃদয় দ্বার
আমার পৃথিবীকে কে করেছে
এমন চমৎকার।
কে এমন স্বপ্ন দেখালো
যা দেখিনি কখনো আগে
যা দেখি আজ সব ই বুঝি তাই
এতো ভালো লাগে।
জীবন আমার সার্থক আজ
অদেখা বন্ধু এলো
স্বপ্ন কলি ফুল হয়ে তাই
সুবাস ঢেলে দিলো ।
ডেইজী আশরাফ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area