খুশির রথ
অজিত কুমার জানা
বৃষ্টিবেণী মেঘের চুল,
স্বপ্ন হাসি, সোঁদা গন্ধ।
প্রেমদৃষ্টি নূপুর ছড়া,
জলের নথি ফাইল খুলে,
ফাইল ধরা উড়ো পথ।
কদম কুঁড়ি গন্ধ ভিজে,
বাদল চিঠি প্রেমের রূপকথা।
দূরের কথা গোপন পথেই,
ইচ্ছে করেই পথ ভুলে,
বৃষ্টি স্নান খুশির রথ।