Ads Area

খুশির রথ - অজিত কুমার জানা

 খুশির রথ 

অজিত কুমার জানা 

বৃষ্টিবেণী মেঘের চুল, 
স্বপ্ন হাসি, সোঁদা গন্ধ। 
প্রেমদৃষ্টি নূপুর ছড়া, 
জলের নথি ফাইল খুলে, 
ফাইল ধরা উড়ো পথ। 

কদম কুঁড়ি গন্ধ ভিজে, 
বাদল চিঠি প্রেমের রূপকথা। 

দূরের কথা গোপন পথেই, 
ইচ্ছে করেই পথ ভুলে,
বৃষ্টি স্নান খুশির রথ। 

জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,
পশ্চিমবঙ্গ। ভারত। 
অজিত কুমার জানা 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area