Ads Area

বাগান - মম

বাগান
©মম
জানলার ফাঁক দিয়ে
এক টুকরো বাগান দেখি।
প্রজাপতিদের সঙ্গে নিয়ে
সত্যই সুখী, সে কি?
গোধূলিতে মায়াময়ী।
জ্যোৎস্না রাতে মোহময়ী।
ভোরে যেন অপেক্ষা করে।
শুধু আমারই তরে।
মম

ধীরে ধীরে ধীরে গিয়ে
শিশিরে পা ভিজিয়ে নিয়ে
না বলে কিছুই, শুধু দেখি চেয়ে চেয়ে চেয়ে।
অনুভবে বুঝি, ও বড় বিহ্বল, আমায় পেয়ে।
আমার বাগান থাকে আমাতেই।
ও আমায় আরও আপন করে
জমজমিয়ে বৃষ্টি নামাতেই।
একই মেঘ থেকে ওর আর আমার পরে
ব্যাকুল বৃষ্টি ঝরে পড়ে।
আকুল সে সব ফোঁটা ফোঁটা ফোঁটা জল,
ওরা বড়ই চঞ্চল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area