Ads Area

এই সময়ের আলোচিত কবি এম মামুন ইসলাম’র দুইটি কবিতা

১.

স্বাধীন বাংলা
কবি এম মামুন ইসলাম
. বাংলা মায়ের কোলে আজ বিজয়ের পতাকা উড়ে, স্বাধীন দেশের মানব দেহের- তাজা রক্তের বিনিময়ে। বাংলা মায়ের কোলে আজ বিজয়ের রঙিন গান বাজে, স্মৃতির মাঝে বাংলার বুকে বেঁচে থাকার আশা জাগে। বাংলা মায়ের কোলে আজ বিজয়ের নিশান আছে মেতে, স্বাধীন দেশের মানব মোরা উৎসাহতে সবাই বান ভাসে। বাংলা মায়ের কোলে আজ বীর শহীদের নাম মূখরিত, কূলছাড়া শহীদ দেশের রত্ন বিজয়োৎসবে স্মরণ স্মারকে। বাংলা মায়ের কোলে আজ বিজয়কেতন মাতিয়ে সবে, লাল সবুজের মাতৃভূমি আজ সুবর্ণ বিজয়ের জয়ন্তী চলে।

২.
রবীন্দ্রনাথ .
সাহিত্য গুরু বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর মনোজ্ঞ তুমি বিজ্ঞানী জানি, জানে বিশ্বজজন, সাহিত্যের পোকা হয়ে তুমি, বিশ্বহৃদয় পানে কবিগুরু সবার সেরার- সেরা সর্বদা সবখানে। প্রদীপালোক ছড়িয়েছ তুমি, বিশ্বজনীন সাহিত্যে অবদান তোমার অনেক বেশি, হাতে খড়ি কলম যুদ্ধে, নিত্যদিন তুমি ছড়িয়েছ আলো বাংলা সাহিত্যের মোড়কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর- থাকবে তুমি চির স্মৃতিগ্রন্থে? বিশ্বপরিক্রমা ছাড়িয়ে তুমি, হয়েছে আরো বিশ্বপতি, সাহিত্যরথী চির স্মরণী, তুমি যে অমর বিশ্বকবি, হৃদয় গগনে বাঁধিয়ে সুর সাহিত্যের গান তুলে নবীন- প্রবীণ কবিরা লিখে রাখবে তোমার স্মৃতির স্মরণে! রবীন্দ্রনাথ ঠাকুর- সর্বদা জানে চেনে বিশ্বমানব জাতি সাহিত্যরসে উম্মাদ তিনি, মনে ধারণ করে মিত্রপাতি, বাংলা সাহিত্যে বিরল ক্ষ্যাতিঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষী রয়েছে চন্দ্র তারা গ্রহ নক্ষত্র মাবন জমিনে? রোজ প্রভাতে বিশ্বকবি'কে করি মনে ধারণ ছবি হৃদয় পদাবলি রাশিরাশি চলে রবীন্দ্রচর্চা কন্ঠনালী, বাংলা সাহিত্যের বীর প্রদীপ তুমি, আমৃত্যু পালোয়ান বিশ্বজুড়ে রেখেছ তুমি, হে কবিগুরু সাহিত্যের মান?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area