"রাজনীতির শাসক দল"
ভরত মণ্ডল
~~~~~~~~~~~~~~~~~~~~
গরিব ঘরের ছেলে মেয়ে—
বাস করে কুঁড়েঘরে ,
তবুও ভিটেমাটি বিক্রি করে—
চাকরির জন্য ডিগ্রী করে৷
যেন মা বাবার মুখে—হাসি ফোটাতে পারে ,
মনের মত চাকরি করে !
কিন্তু রাজনীতির শাসক দল—
নিজের বাড়িতেই রাখছে
চাকরি , আর অন্যের কাছে ঘুষে নিয়ে করছে বিক্রি ৷
চাকরি , আর অন্যের কাছে ঘুষে নিয়ে করছে বিক্রি ৷
তবে সাধারণ মানুষের ডিগ্রি করে কি করবে ?
চাকরির যোগ্যকে ফেল করিয়ে ঘরে বসিয়েছে ,
আর ফেল করা অযোগ্য চাকরি করছে !
তাইতো সরকারি পাঠশালা শিক্ষায় গেল পিছিয়ে,
আর প্রাইভেট শিক্ষালয় দিন দিন যাচ্ছে এগিয়ে ৷
তাই প্রয়োজন সকলের সামনে—
ডেমো ক্লাস নিয়ে শিক্ষক বাছাই করা ,
তবে বহু অযোগ্য শিক্ষক হবে স্কুল ছাড়া ৷
কিন্তু কে করবে এটা ?
যারা পারবে তারাই তো—
ঘুষের নোট নিয়েছে মোটা মোটা ! কার কাছে চাইবো এই বিচার ? টাকার কাছে প্রশাসক হয়ে যায় তার তাইতো মানুষ পাইনা — পাইনা আজ সত্যের বিচার !