Ads Area

হৃদ জ্বলে হায় - তপন কুমার পাল


শিরোনাম -হৃদ জ্বলে হায় লিপিকার -তপন কুমার পাল 25/05/22
তপন কুমার পাল

আজ তুমি কোথা গেলে/ দুখে প্রাণ যায়, এসো ফিরে প্রিয়া মোর/ জলে ভরে আঁখি, হিয়া মোর জ্বলে যায়/ তাই তোমা ডাকি। মন কাঁদে বারে বার /হৃদ জ্বলে হায়। তব লাগি শুধু মায়া /কিযে করি আজ, কোন গ্রামে থাকো তুমি/ ঢাকো কেন মুখ, কার লাগি মন গায় /পোড়ে তব বুক। মোর মনে তব বিনে /নেয় কোন সাজ। তবু কত বাসি ভালো/ কাকে বলি গিয়ে, তুমি ছাড়া সুখ নাই /জ্বলে যায় হিয়ে। কাছে এসে বলো আজ /সব মেনে নেবো, সখী তুমি কার বলো /কেন করো ছল, তব সুখে মোর সুখ /দাগা নাহি দেবো। দুখে প্রাণ যায় যায় /ঝরে আঁখি জল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area