Ads Area

ঘড়িটা - বিকাশ ভট্টাচার্য

 কবিতা : ঘড়িটা 

বিকাশ ভট্টাচার্য 
।। বিকাশ ভট্টাচার্য 

সকাল থেকে হাত ধ'রে টানাটানি হাতঘড়িটার
প্রথমে ওয়াশরুম 
ফ্রেশ হয়ে ব্যালকনি। ব'সে সুগন্ধি চা। সঙ্গে 
পরনে তাঁতের শাড়ি 
কপালে সিঁদুর 

দূ--রে মোবাইল টাওয়ার
ঠিক তার পাশটাতে ভোরের জবাকুসুম
কিছু বাসি সংলাপ স্মৃতিমেদুর 

অতঃপর ডাইনিং টেবল অফিসের ভাত
ঘিঞ্জি গলি ঠেলে চার্টার্ড বাস
যানজট। বাসে বাসে ঝাঁকে ঝাঁকে 
ঝুলন্ত বাদুড় 
হাওয়ায় উড়ন তুবড়ির মতো 
বাছা বাছা খিস্তি-খেউড়

কলকাতা চলতে থাকে শামুকের মতো 

এখন এই অবসরবেলায় ঘড়িটা আর ডাকে না
বয়স তো হলো অনেক 
বাহুতে সন্ধিবাত তারও
                     _______

   Behala,Kolkata-700034. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area