১)
আলোকপাতের নিপাতনে সিদ্ধ
.
ঝলসে ওঠে অবরোধ বাসিনী,
পটাশিয়ামের মতোই ঝলসে ওঠে।
দুঃখের ঢালাই বয়ে বেড়ানোর কসরত,
জানালায় ঋজু আলোতে
প্রিজম-- পিজম খেলা---
বাকিসব
পাখির ডানা ঝাপটানোর গল্পঃ
অবশেষে বেকসুর খালাস।
২)
পাখিমন উড়ে যায়
.
হতভাগ্য বাবুইটার চারপাশে জমজমাট স্মৃতিকথা আঁকড়ে আছে মাকড়সাগুলি,
চিমনির কারসাজি জেনেও
হতভাগ্য পরিণতি, নিয়তির উপপাদ্য
অবশেষে প্রমাণিত।
নিন্দুকের খামচানো ফুলে হতাশার পরাগায়ন,
শতায়ু বর্ণমালায় আকুলিবিকুলি
পাখিদের,
রেনুতে ফুলের আদিম সান্ত্বনার স্বর্গ,
নির্মাণাধীন এখনো।
৩)
শৃঙ্খল
.
ঘুমালো ভূত-ভবিষ্যতের জটিল স্বরলিপি,
বিষন্নতার কারিগর,
তেলে ভাজা হটকেক বিলিয়ে চলেছে
বিজাতীয় বাঁদর,
চোখ ধাঁধানো লেজারের বেদনাগুলো আছড়ে পড়েছে চৌরঙ্গী রাতের রেটিনাতে।
অমিয় যন্ত্রণা উপভোগে
বাধ্য তাই আমজনতা,
অলিখিত দৃষ্টিপাতে হাঙ্গামার ব্যকরণ,
সরব ধূমায়িত বাগধারার গ্রামীন রসায়নে
পুড়ে যাচ্ছে শৃঙ্খলিত পারুল-জারুল।
নিরীহ আলোর টুকরো কাগজে তবুও দেয়াল সাজাই শাণিত অক্ষরে,
দুরন্তপনার শ্লোগানে মুখরিত হলো
জীয়নকালের উদ্বায়ী লিমেরিক।
মোহাম্মদ শহীদুল্লাহ
(কাব্যগ্রন্থ -- ১টি,২০০৭সালে,বিষন্ন বকুলের কান্না)
প্রগতি হোমিও ফার্মেসী
পূর্ব মইলাকান্দা,শ্যামগঞ্জ বাজার,ময়মনসিংহ।