Ads Area

আনন্দের নিজস্ব কোন আনন্দসত্তা নেই // সালমা খানম

 আনন্দের নিজস্ব কোন আনন্দসত্তা নেই

সালমা খানম

.

তবে যে বলেছিলেন, চলে যাও! চলে যাওয়া মানে কী? মৃত্যু? মৃত্যুর মতো এমন আবেদনময়ী, মহিমান্বিত, অবধারিত ও অদ্বিতীয় কেউ কি আছে? আমিও আপনার জীবনে অনন্য আবেদনময়ী এককসত্ত্বা ও অদ্বিতীয়। কী ভাবছেন-- মৃত্যু মানেই শেষ প্রচ্ছদ? যদি মৃত্যু এসে বিরহ-যাপনে বিচ্ছেদ টেনেও দেয়; সে হবে জৈব যৌগের অনুপস্থিতি মাত্র। মানুষ তো বাঁচে স্মৃতিতে... কেন বলেছিলেন, চলে যাও? সুগভীর আশ্চর্য সুন্দর বিস্ময় আমি আপনার লুকোনো জীবনে এমন অলৌকিক সুন্দর চলে গেলে দিন আর রাত্রি এক করে কাকে কাছে চাইবেন? আমার চলে যাওয়ায় আপনার আত্মার গহিনে যে ধাক্কা খাবেন; সেই ধাক্কা কখন সইতে পারবেন, কীভাবে জানবেন? কতটুকু জায়গা ছাড়লে মনে হবে আপনার চলে গিয়েছি? কতখানি মনে না করলে বলবেন আপনি চলে গিয়েছি?
সালমা খানম 

কতদিন কথা না বললে মনে হবে, চলে গিয়েছি কতটা দূরত্বে গেলে মনে হবে, চলে গিয়েছি? আপনি আমার আনন্দ হতে পারেন কিন্ত আপনার নিজের জীবন নিরানন্দ! কারণ, আনন্দের নিজস্ব কোন আনন্দসত্তা থাকে না নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area