Ads Area

সূচনা - তীর্থঙ্কর সুমিত

 সূচনা

তীর্থঙ্কর সুমিত


ইচ্ছের ছুটি হয়েছে বহুবছর আগে
মানস সরোবরে ফেলে আসা ঐকান্তিক ইচ্ছে
সময় পাল্টে গেলে মুখের বিবর্তন ঘটে
অসহায় ঝিনুক খোলস ছেড়ে...
আত্মতৃপ্ত পথে এক দারুন অনুরণন
কলিং বেলে পাখির ডাক
ছন্দেলা সুরে গেয়ে ওঠে নদী
জলের বিবর্ণ ইতিহাস পথ চেয়ে বসে থাকে
মুক্তির আত্মশুদ্ধিতে
তাই প্রাচীন দেওয়ালের গায়ে

এখনো কত পতঙ্গ ইতিহাসের সূচনা করে।



তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী

তীর্থঙ্কর সুমিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area