উইকএন্ড কাটাতে
বৈদূর্য্য সরকার
নিজের বলতে কিছু নেই পরের মালটি নিয়ে
দু'দিনের স্মৃতি; তবু যেন কত মিঠে, ঢেউ তোলা
কীসের একটা টান, হাত পা এলানো ক'টি দিন ।
উইকএন্ডে দীঘার চারপাশে এরকম ভিড়
ঈশ্বর ও শয়তান পাশাপাশি হাঁটে, তার সাথে
কলেজের বেকার ছেলের দল বড়লোক মেয়ে
কর্পোরেট বস সেলেব্রিটি মাতাল বা ইনসেস্ট !
ফ্যামিলি নিয়ে সাইডসিনে যারা মাছভাজা খেল
তাদের চোখ অল্পবয়সে না পাওয়া দৃশ্য জমে;
কার সাথে সমুদ্রে ডোবার স্বপ্ন ছিল আটপৌরে
আলাদা কিছু কিছু হয় না, কাটে সপ্তাহ মাস বছর
নতুন কিংবা পুরনো দলে বদলে যায় সঙ্কেত;
বালির লেখা মোছে জন্মায় সব ভুল হয়ে যায়
কিছুদিন গেলে, ক্লান্ত মনে 'আবার সেই একই' !
Address: 16A/1A Baghbazar Street . Kolkata – 700003