আজ সারাদিন
মহা আকমাল হোসেন
আজ সারাদিন
আমার এক ফর্মা প্রেমের প্রুফ রিডিং করছি।
প্রাচীন শহর থেকে
মেট্রোসিটির ডিভোর্স বিকেল পর্যন্ত।
ডিলিট সম্বন্ধ পদ গুলো উন্মাদ স্টেশন
কাগজ কুড়ানো ভবঘুরে।
র-ফলা হসন্ত এসে বসে
মহা আকমাল হোসেন |
সম্পর্কের মহামারী শেষে
তবু এ প্রেম ছাপা হবে। ছাপাখানার গলির প্রেসে।
তবু এ প্রেম পাঠ হবে হাশরের সিলেবাসে।