Ads Area

আজ সারাদিন - মহা আকমাল হোসেন

 আজ সারাদিন

মহা আকমাল হোসেন




আজ সারাদিন 

 আমার এক ফর্মা প্রেমের প্রুফ রিডিং করছি।


 প্রাচীন শহর থেকে

 মেট্রোসিটির  ডিভোর্স বিকেল পর্যন্ত। 


ডিলিট সম্বন্ধ পদ গুলো উন্মাদ  স্টেশন

কাগজ কুড়ানো  ভবঘুরে।


 র-ফলা হসন্ত এসে বসে 

মহা আকমাল হোসেন 

 সম্পর্কের মহামারী শেষে 


তবু এ প্রেম ছাপা হবে। ছাপাখানার গলির প্রেসে।

তবু এ প্রেম পাঠ হবে হাশরের সিলেবাসে।

Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area