Ads Area

গরম - এস এম মামুন ইসলাম

 গরম

এস এম মামুন ইসলাম হায়রে গরম, লাগে সরম বিদ্যুৎ নেই ঘরে, টাকা দিয়ে বিদ্যুৎ কিনে মরেছি শয়নে। শরীর ঘামে গরমে ভাই নেইতো ধারায় বাতাস, সকল মানুষ গরমে আজ অতিষ্ট তাই, জীবন শেষ! কিছু সময় বিদ্যুৎ থাকে হুট করে দেয় টান, সেই যে গেলো বিদ্যুৎ বারে বাঁচবে কেমনে প্রাণ? ফ্যানের বাতাস লাগাবে গাঁয় সকল প্রজাতির মানুষ, হায়রে মোরার বিদ্যুৎ রে তুই

চলে গেলে আর খোঁজ নাই? গরম রে ভাই প্রচুর গরম কোথাও নেই প্রশান্তি, অমৃত ছায়া সবাই খোঁজে গরমে লাগে বিভ্রান্তি। প্রকৃতির মাঝে কত প্রাণী গরমে হচ্ছে কাবুকাত, এমন অশ্লিল গরম রে ভাই শরীর ঘামে, ঘরে বিদ্যুৎ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area