প্রকৃত বন্ধু যে জন সেই জন থাকে পাশে। চলার পথে অচেনা পথিকের সাথে হয়ে যায় ভাব বিনিময়, কখন যে আপন জন পাশ কেটে চলে যাবে মনের মধ্যে জাগে সংশয়। জীবনে চলার পথে মানুষের করি যেন উপকার, বিপদে আপদে যেন পাশে থাকি সবার। কতো দুঃখ যন্ত্রণা নিয়ে জীবনে অনেক পথ হয় চলতে, মনের দুঃখ মনে থাকে কাউকে পাড়ি না বলতে। অচেনা মুখ গুলো দেখতে পাই জীবনে চলার পথে, কত কথা বলি অনেক পথিকের সাথে। রাস্তায় যেন সর্বখন পথিকের পদোচারণ, তাদের গায়ের রং যেন বিভিন্ন ধরন। বিভিন্ন কাজে তারা ছোটা ছুটি করে, পথিকরা রাস্তায় চলাচল করে বারে বারে। গরিব ধনী সকলে মিলেমিশে সবাই বাস করে, হাসি কান্না সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবন গড়ে।
4/7/22