আষাঢ়ে এলো বন্যা মোঃ আনসার উদ্দিন ভূঁঞা তারিখ: ২৩.০৬.২০২২ খৃ; আষাঢ় এলো ঝমঝমাঝম বৃষ্টি ভেজা দেশে, টিনের চালে গাছের পাতায় শব্দের বাহার ঘেঁষে। সঙ্গে আসে ঝড়ো বাতাস বজ্রপাতের সৃষ্টি, সব মিলিয়ে ধংসের কারণ আর্শিবাদের বৃষ্টি। জীবন চলতে প্রয়োজনীয়তা অনেক পানির, অতিরিক্ত বৃষ্টিপাতে ধ্বংস ঘরের ছানির। ফসলি জমি দ্রব্য বস্তূ নষ্টের করাল গ্রাসে, ঝড় তুফানে দুমরে মুচড়ে মানব ঘরে ত্রাসে। বর্ষাকালে প্রকৃতিতে বিরুপ হাওয়ার চক্রে, দমকা হাওয়া প্রবল স্রোতে এলোমেলো বক্রে। ঘর বাড়ি ও জীব জন্তূতে একা কারে ভাসে, বান বাসিন্দা অভাব গ্রস্থ খাদ্য বিদ্যুৎ পানি, আহাজারি বেড়ে চলছে সর্বক্ষেত্রে জানি। ঠাঁই নেই কোথাও দ্রব্য মূল্যের উর্দ্ধগতির চাপে, হঠাৎ বন্যা বাঁধের ফাটল কষ্টের শ্রেষ্ঠ মাপে। হাসি মুখের জীবন ছিলো, ভিক্ষা প্রথায় নামি, সুখের সংসার সবই গেলো বাসা বাড়ি দামি। বিপর্যয়ের শেষ চালানে করুন প্রভু রক্ষা, সর্বহারা দেশের মানুষ ব্যবসায়িদের ছক্ষা। \ |