Ads Area

প্রেম ও সময় - নাসরীন রেখা

 প্রেম ও সময়

নাসরীন রেখা ২৩/১২/২০২১ বিশ্ব ব্রাহ্মান্ডের চলার পথে সময়ের ফেরিওয়ালার সাথে দেখা।
সময় সে তো বাহন। পথে দেখা পাগল প্রেমিকের সাথে, প্রেমিক বললো,
দাও না আর একটু সময় আমায়। সময় মৃদুস্বরে বললো,আমি প্রেমের বাণিজ্য করি না। শুধুই হাতবদল। সময় বেচি। প্রেমের ফেরিওয়ালার দু'চোখ ছানাবড়া। বেটা হারকিপটে সময় বলে কি? সময় ছকে বাঁধা পায়ে লোহার শিকল, মুখে কুলুপ। আমানত গুদাম ঘরে আছে মজুদ। খেয়াল খুশি মতো বেচি না আমি। সীমিত সাধ্যের বেড়াজালে আবদ্ধ আমি। প্রেমিক প্লিজ এক সেকেন্ড দাও না ভাই। ফেরিওয়ালা যা যায় তা সমদ্রের উথাল পাথাল তরঙ্গরাশির মতো পিছনে ফেরে না কখন। আমি রিক্ত, শূন্য হস্তে কি দিব তোমায়? সঞ্চয়ী হিসাব নান্বারে আমানত নাই। প্রেম নাকি বেচা কেনা হয় অগ্রিম। একি প্রেম নাকি মিথ্যে প্রণয়ের অভিলাষ। শুধুই চোখের ক্ষুধা। প্রেম অপবিত্র নয়, অমৃত সুধা। যা পানে মিটে ক্ষুধা। সময়ের ফেরিওয়ালা হে প্রেমিক যতই ভনিতা, ছলাকলা কর সময়েই দু'টি হাত ধর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area