যখন ফুলের সান্নিধ্যে আসা জরুরি
পারস্পরিক বোঝাপড়ায় দাম্পত্যের টানাপোড়েন
গতিবিধি রুখতে সমঝোতার ব্যরিবাঁধ
দূর থেকে ক্ষানিক দেখায়
কি আশ মিটে?
যতই থাকুক
একশো চুয়াল্লিশ ধরা
কাঁটাতার উপেক্ষা করার ধৈর্য
কার-ই বা থাকে;
যখন ফুলের সান্নিধ্যে আসা জরুরি।
ভয়ংকর জলাতঙ্ক
সাজ্জাদুল ইসলাম শাওন
চোখের সামনে পড়ে আছে নিথর দেহ
সোনালী বরণ দেহের গড়ন
মুখখানি ঝলমলে
কোনো কথা নেই, সে আজ নিশ্চুপ।
বুকের ওপর কুকুরের আঁচড়ে
রোপিত হয়েছে সহস্রাধিক ক্ষত
মানুষ নামের একদল কুকুর
মেয়েটিকে একা পেয়ে
আঁচড়ে দিয়েছে।
জলাতঙ্ক হবে - ভেবে মেয়েটি গলায়
দড়ি দিয়েছে
আজ তার একুশতম মৃত্যুবার্ষিকী।