প্রকৃত শ্রদ্ধা
অভিজিৎ দত্ত
খুব ঘটা করে পঁচিশে বৈশাখ
রবীন্দ্রজয়ন্তি করছি পালন
কিন্ত জীবনে কজনই বা মেনে চলেন
রবীন্দ্রনাথের জীবন দর্শন?
রবীন্দ্রনাথকে নিয়ে অনেকেই গর্বিত
কিন্ত কজন রবীন্দ্রনাথের
জীবন ও কর্মের সঙ্গে পরিচিত?
রবীন্দ্রনাথের স্ট্যাচু বা ফটোতে
সুন্দর করে মালা পরিয়ে
গান, আবৃত্তি আর ভাষণ দিয়ে
হয় কী প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন?
নাকি তাঁর জীবন ও বাণীকে
কর্মের মধ্যেই পালনে হয়
প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন?
প্রকৃত শ্রদ্ধা যদি কাউকে জানাতে চাও
তবে তার জীবন ও কর্মের সঙ্গে
আগে পরিচিত হও।
মহাপুরুষদের জীবন সর্ম্পকে জানবে যতো
প্রকৃত শ্রদ্ধা নয় শধু অনুষ্ঠান পালনে
প্রকৃত শ্রদ্ধা তখনই হবে জ্ঞাপন
মহাপুরুষদের জীবন ও বাণীকে
নিজের জীবন ও কর্মে করবে পালন।
Date,23/06/22