রক্ত কুন্ডলী
শুভ্র মাহমুদ
লাল বর্ণের পানি, লবনাক্ত ভাস্কর্য জুড়ে বিস্তৃত মাংসের পান্ডব, ভাস্কর্য জুড়ে এক অদ্ভুত আস্তরণ। কত কী মিস্রনে গড়া হয়েছে। সচ্ছল শব্দ ভুলি ও হয় কতো সুরেলাও তো কথা কয় ভাস্কর্যের নাম দিয়েছে মানুষ চরিত্র তাহার নানান হাসি কান্না জুড়ে দুঃখ ব্যাথা পুষে হৃদয়ে অন্তগলিতে। ভাস্কর্যের মাঝে নির্মানাধীন কার্যক্রম একে অপরের আলিঙ্গন বৈধ অবৈধ বন্ধন। সৃষ্টি আবার রীতিনীতি নিত্য নতুন আবিস্কার কিছুদিন কয়েক দিন হারিয়ে যাচ্ছে চিরদিন হারিয়ে যাওয়া মৃত ভাস্কর্য জুড়ে কতশত ভালোবাসা অনুভূতি ঐ যে সৃষ্টি তাহার রক্তের বিবর্ণ কুন্ডুলিতে। আজ তাহার হারিয়ে যাওয়া কত স্বল্প সময়ে।
লাল বর্ণের পানি, লবনাক্ত ভাস্কর্য জুড়ে বিস্তৃত মাংসের পান্ডব, ভাস্কর্য জুড়ে এক অদ্ভুত আস্তরণ। কত কী মিস্রনে গড়া হয়েছে। সচ্ছল শব্দ ভুলি ও হয় কতো সুরেলাও তো কথা কয় ভাস্কর্যের নাম দিয়েছে মানুষ চরিত্র তাহার নানান হাসি কান্না জুড়ে দুঃখ ব্যাথা পুষে হৃদয়ে অন্তগলিতে। ভাস্কর্যের মাঝে নির্মানাধীন কার্যক্রম একে অপরের আলিঙ্গন বৈধ অবৈধ বন্ধন। সৃষ্টি আবার রীতিনীতি নিত্য নতুন আবিস্কার কিছুদিন কয়েক দিন হারিয়ে যাচ্ছে চিরদিন হারিয়ে যাওয়া মৃত ভাস্কর্য জুড়ে কতশত ভালোবাসা অনুভূতি ঐ যে সৃষ্টি তাহার রক্তের বিবর্ণ কুন্ডুলিতে। আজ তাহার হারিয়ে যাওয়া কত স্বল্প সময়ে।
Enter