Ads Area

ই বচ্ছর - তীর্থঙ্কর সুমিত


তীর্থঙ্কর সুমিত
ই বচ্ছর
তীর্থঙ্কর সুমিত



ই বছরের শাওন মাসে
কাদা হইলো মাটি
শুষ্ক মরু চাইরিধারে
মৃত্যু পরিপাটি।

গরম জ্বালায় দু মুইঠো চাউল
আপনি ফুঁইটে ভাত
ইঁয়্যে খেলা সব্বনাশী
চইলছে দিন - রাত।

ঘুম ত ন্যেই চোখেইর কোণে
বন্ধ ঝুমুর লাচ
ক্ষুধা কেমনে মিটবে বল্যো
পইড়ছে মাথায় বাইজ।

মুখোশগুলান ভাল লাগেনা
এইকটু বৃষ্টি আয়
শাওন ভরুক বৃষ্টি রাইতে
গল্প চোইখ্যে চায়।



মানকুণ্ডু, হুগলী 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area