তীর্থঙ্কর সুমিত |
তীর্থঙ্কর সুমিত
ই বছরের শাওন মাসে
কাদা হইলো মাটি
শুষ্ক মরু চাইরিধারে
মৃত্যু পরিপাটি।
গরম জ্বালায় দু মুইঠো চাউল
আপনি ফুঁইটে ভাত
ইঁয়্যে খেলা সব্বনাশী
চইলছে দিন - রাত।
ঘুম ত ন্যেই চোখেইর কোণে
বন্ধ ঝুমুর লাচ
ক্ষুধা কেমনে মিটবে বল্যো
পইড়ছে মাথায় বাইজ।
মুখোশগুলান ভাল লাগেনা
এইকটু বৃষ্টি আয়
শাওন ভরুক বৃষ্টি রাইতে
গল্প চোইখ্যে চায়।
মানকুণ্ডু, হুগলী