বন্যা এলো ডুবলো সিলেট হায়রে করুণ দৃশ্য সব গিয়েছে এই বন্যায় তারা যে আজ নিঃস্ব। জমি জমা সব ডুবেছে আর ডুবেছে বাড়ি, আর্তনাথের করুণ ধ্বনি দৃশ্যটা আজ তারই। আসুন সবাই হাতটা বাড়ায় যে যা পারি দিতে, বানভাসিদের হবেই হবে আপন করে নিতে।
কবিতা পাড়া
মে ২৪, ২০২২
0
বন্যা এলো ডুবলো সিলেট হায়রে করুণ দৃশ্য সব গিয়েছে এই বন্যায় তারা যে আজ নিঃস্ব। জমি জমা সব ডুবেছে আর ডুবেছে বাড়ি, আর্তনাথের করুণ ধ্বনি দৃশ্যটা আজ তারই। আসুন সবাই হাতটা বাড়ায় যে যা পারি দিতে, বানভাসিদের হবেই হবে আপন করে নিতে।