মহামিলন
সুতপা ব্যানার্জী(রায়)
সুগন্ধি আশনাই দিয়ে সাজানো সন্ধ্যেগুলো,
সুতপা ব্যানার্জী(রায়) |
সত্যান্বেষীর চোখে প্রতিটা ফাটল মেপে,
মেরামতের দেওয়ালগুলো মাঝে মাঝে,
একমুখ হাঁ নিয়ে চেয়ে থাকে অবিশ্বাসে,
ব্রত,সংকল্পে মানবিকতার ছাপ না রেখে,
উন্মাদ ক্রোধ বাসা বাঁধে রক্তমাংসের শরীরে,
স্বার্থের গণ্ডি পোড়া দ্বন্দ্বকে আড়াল করে,
ভুলে যায় একই শোণিতে প্রবাহিত সময়,
উৎসবে শব রব,শোকের প্রবাহ এসে মেশে,
কাঁধে কাঁধে রাখা হাত স্থির হয়ে যায় শেষে,
ধরিত্রী প্রতীক্ষায় আছে এক মহামিলনের।