হোমঢাকা শহর -আল আমিন মোহ ঢাকা শহর -আল আমিন মোহ কবিতা পাড়া এপ্রিল ১৯, ২০২২ 1 ঢাকা শহর প্রাণের শহর কারও কাছে যমের এই শহরে সবই দামি স্বল্প কিছু কমের। ঢাকা শহর জ্যামের শহর অবাধ গাড়ির চলা এই শহরের অনেক গলি যায় না ভাষায় বলা। ঢাকা শহর অট্টালিকার কোথাও ঘন বস্তি সর্বজনে কর্ম করে নিত্য খোঁজে স্বস্তি। নবীনতর পূর্বতন
সুন্দর হয়েছে,,,
উত্তরমুছুন