সিদুঁরের ভাষা
শুভদীপ দত্ত প্রামানিক
আলাপ হল দরিদ্রতম কুকুরের সাথে
জীবাণুভর্তি ওঁ রাজ্যপাট আবহ শপথ
কেন ফিরে আসার পাশে রাখলে পর্ণমোচী আক্রমণ ?
পাঁউরুটি , নাস্তিক ঢেঁকুর - কুকুর শুনছে সূক্ষ্ম প্রার্থনা
স্নায়ুতে রাখলাম পরাগ তুলি
কুকুর খেয়ে নিচ্ছে আলো ফুল , অন্ধকার ফুল ।
কুকুর বসে আছে
জন্ম ও শান্তি প্রিয় আঘাত
মন্দিরের গায়ে দেবী শাড়ি মিলেছেন
জিভকাটা শাড়ি থেকে ঝরে পড়ছে হরিণী স্বর ।
এই পাথর , ঐ গ্রাস , কিছু কলকেফুল উর্বর হতে
শেখায় । উর্বর হচ্ছে লোভী আঁচড় ,
সিঁদুরের ভাষা বুঝতে পারছি না ।
কুকুর খেয়ে নিচ্ছে ভালো আত্মা - মন্দ আত্মা
প্রাণময় কোষে ধরেছে সুরা ফল , গরল ফল
দু'হাতে রাখি মহা ভস্ম
বুকে সহস্রনাগ বিস্ফোরণ
কানের কাছে আবাহন করি মহুল ত্বক
ময়ূরীর কন্ঠ আমাকে বেদদীক্ষা দেয় ।
মন্দিরের গায়ে দেবীর নাভি
এবার রাক্ষুসী খেয়ে নিচ্ছে রাজকুমারীর স্তন ।
জেলা : বীরভূম
থানা : নানুর