ওভাবে চলে না গেলেও চলত থেকে গেলে কে-ই বা এমন কিছু বলত ? তুমি তো পেতে ভয়,একলা পথে চলতে না বলাই রয়ে গেল ,কিছু যদি বলতে । জীবন মানে বহতা নদী,থাকবে জোঁয়ার- ভাটা উপড়ে ফেললেই হত,'ইগো' নামক কাঁটা। সূর্যটা আজও ওঠে, পাহাড়ের বুক চিড়ে চাঁদের কম্পন পড়ে হাওড় - চলনবিলে। শিউলি ঝরে,রঙ ধরে লটকন আর ডেউয়া ফলে। একবারও কি তাকাতে নেই, পিছনদিকে ফিরে ।? হৃদয়ে রয়েছে আঁকা, শত-শত আবেগমাখা ব্যথার সমুদ্দুর।প্রতিটা ঢেউয়ে রয়েছে লেখা বেদনার ইতিহাস ।তোমার স্মৃতি আঁকড়ে বুকে সন্ধ্যার নির্জনতাকে ঘিরে থাকব বারোমাস । ছোটনীলপুর, বর্ধমান । |