টান
রূপো বর্মন
যুগল মনে অসস্তি বোধ
অজস্র চেষ্টাতেও অক্ষম কারণ জ্ঞাতে
চরম ক্ষুধার্ত শান্তির
মান অভিমান ঝগড়া দোষ ভুল ভুলে
পুরোনো স্মৃতি মনে করে বর্তমান
আলাপনে স্বর্গ সুখের অনুভব
ছয় মাস হোক আর বারোমাস পর
নারকেল গাছে থাকা বাবুইয়ের মতো
না হোক ছোঁয়াছুঁয়ি মুখ দেখা দেখি
তবুও যেমন গাছ ছেড়ে যায় না
থাকুক যতই অভিযোগ
বছর সাতের অদৃশ্য প্রেম নামক বাঁধন
দুটি বিন্দুর দুঃখ অনুভব করে এবং