Ads Area

ভাবলি না আর একটি বার - মো: ফারমান হোসেন

"ভাবলি না আর একটি বার"


         
মো: ফারমান হোসেন

তোরে ভাবতেই অবাক লাগে
         সব কিছুই যেনো বিশৃঙ্খল
                           ভাবে কাটে!¡!

কেনো জানি পিছু টান
                  বার বার আছে
                         তোরই খেয়াল!¡!

ভাবি নাই আমি 
              হবি না তুই
                  ধোকা দিবি আমায়!¡!

বাসায় বোঝাবো 
           গল্প শুনাবো তোরে,
ঘুমের ঘোরের সবটা জুড়ে!¡!

আজ তুই পাশে নেই
        আছিস অনেক দূরেই
            লকডাউনের সবটা জুড়েই!¡!

ভাবি আরো,
     কত কিছু মনে ছিল
           সব কিছুই আজ এলোমেলো!¡!

সুরের ছন্দে রাতের আকাশে
        নিরালায় দাঁড়িয়ে ঝিঁঝিঁর আলোতে
                   বিলিয়ে দেই হতাশ হয়ে নিজেকে!¡!

ছিলি তো Fake,
       দিস নাই অতীতে ব্রেক
 অদৃশ্য আগুনে জ্বালায়তেছিস মনের আবেগ!¡!

মন তো মনই,
     তার তো কোনো বাধা নাই
         উড়ন্ত পাখির মতো শহরের আকাশে উড়ে বেড়ায়!¡!

জানিতাম নাহ্ আমি
        শহরের আকাশের রাজা ছিলি 
                 ভয়ঙ্কর জীবন্ত তুই এক বাজ পাখি!¡!

ভালোই লাগে রাজার আকাশে
        থাকতে রাজার চোখে চোখে
            বললেই আমি সাজ নিতাম রাজার রূপে!¡!

হইলো না আর 
   পড়িলো মনের কোণে জমে
       বুঝিতে পাচ্ছি, অতীত ছেড়ে বর্তমানে এসে!¡!

যতই হোস তুই আকাশের রাজা
    উড়তি তো তুই আকাশের নিচে বাতাসে
       ভিজতি তো তুইও, আমার মতো আকাশের পানিতে!¡!
মো: ফারমান হোসেন

আজ নেই আষাঢ়
    আসবে একদিন বর্ষাকাল
হোস না যেনো নিজের অন্তরাল থেকে বেসামাল!¡!

ভাবলি না আর একটি বার
      ভুল বুঝে ছাড়িলি আমায়
শহরের বড় গাছের গোড়ার এক ডগায়!¡!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area