আর ভাবিনি
তখন এইচ এস,
আমি গার্লস হোস্টেলের একাদশ শ্রেনীর ছাত্রী।
তুমি সদ্য নবাগত শিক্ষক।
আমি ছাত্রী হিসেবে বেশ হলেও —
গায়ের রঙটা ছিল কালো আর নাকটা ছিল চাপা।
তোমাকে নিয়ে তখন ক্লাসের প্রত্যেকটি সুন্দরী হৃদয়ের
মধ্যে টানাপোড়ন।
তাদের ভাষায় তুমি নাকি রাজপুত্তুর,
কিন্তু আমি তো কোনো রাজকন্যে নই!
তাই সবাই যখন চঞ্চল তোমাকে নিয়ে
আমি তখন স্থির হয়ে তাকিয়েছিলাম—
কিন্তু তোমার চোখে রাখতে পারিনি চোখ;
সাহস হয়নি কখনও ...
ওদের প্রত্যেকের পাশে বসিয়ে দেখেছি,
কার সাথে বেশী মানান সই তুমি।
অথচ তুমি যেদিন স্কুলে আসতে না,
আমার এক মহুর্তও মন টিকত না সেখানে।
হোস্টেলের সামনে স্কুলের মাঠ,
আর পাশে স্কুল।
দোতলার বারান্দায় দাঁড়িয়ে,
তোমাকে দেখেছি বিভোর হয়ে;
অন্য স্যারদের সাথে ক্রিকেট খেলছ।
টুয়েলভ্-এর টেস্টের পর জানালা দিয়ে
তাকিয়ে থাকতাম, স্কুলের দিকে-
কখন তুমি স্কুলে আসছ,কখন বাড়ি যাচ্ছ,
প্রতি ক্লাসের ঘন্টা পড়লে,
ছুটে আসতাম হোস্টেলের সিঁড়িপথের ছিদ্রের কাছে।
দেখতাম তুমি নাম প্রেজেন্ট খাতা
চক্-ডাস্টার নিয়ে স্টাফরুমে ঢুকতে।
আবার বেরিয়ে যেতে অন্য ক্লাসে।
সবই থাকত গোপনীয়-
আপন মনে, নিজের খেয়ালে।
আমিও যেন দেখেছি অনেক সময়—
তুমিও থমকে তাকিয়ে রয়েছ, আমার দিকে-
কিন্তু আমি তো কোনো রাজকন্যে নই।
ততদিনে, শরৎচন্দ্রের 'অনুপমার প্রেম' হয়েছিল পড়া
ওখানে একটা লাইন ছিল-
'কাহাকেও ভালোবাসিলে মনে হয়,
সেও বুঝি আমাকে ভালোবাসে'
সেখানেই তো সব উধাও,
আর ভাবিনি তোমাকে আমার বলে....
—@—