এখানে দুঃখ নুপূর বাজে মজনু মিয়া মৃত্যু পুরি হয়ে যাক চোখে জল আসবে না, কোলাহল পূর্ণ সংসারের লেনদেন হবে তবে- কোনো সারাশব্দ হবে না, মুখ রবে বন্ধ, মরুর দেশে কান্নার আহাজারি নিত্য! শোনছ অমুকের নাকে মুখে রক্ত উঠেছে- এবার গোরস্থানে নিয়ে চল যম কবর দেই, পিতলের ঘন্টা বাজাই দুনিয়াবি হবে না! ঘরে লুকিয়ে থাক, অন্ন বস্ত্র মরুক ব্যথায় নিরন্তর! হা করে শুনি কেবল কিছু বলবার ভাষা হারা শোনাও তোমরা বিদ্রুপের হাসি ঠাট্টার গল্প। মজনু মিয়া মির্জাপুর টাংগাইল |