Ads Area

জাতের বড়াই - অনিমেষ গাইন

 #কবিতাঃ___জাতের_বড়াই

#লেখাঃঅনিমেষ_গাইন অপ্রিয় লেখক জাত জাত করো নাতো,, জাত নিয়ে কিসের এতো বড়াই,,,!! জাত'ই যদি সব কিছু,,, তবে নামে কেনো মানুষ আমরা সবাই,,, ? গায়ের চামড়া ছিললে পরে,,, জাতের দেখা কি মিলে,,,? যদি হয় এমন খানি,,, দেখো না''! একটু ছিলে,,,। জাত নিয়ে কিসের দন্ধ,,,
অনিমেষ গাইন

কিসের এতো হানাহানি,,,!! শেষ ঠিকানা কোথায় সবার,,,, আমরা কি বা তা জানি,,,। পাত্র ভেদে জলের নাম শুনেছিকো আমি,,, জাত ভেদে মাইনষের বিচার,,,!! পাত্রের সাথে মানুষের সমতূল্য,,, এটা কেমনে মানি,,,? রক্ত মাংস সবি এক,,, নামটাও তো,,, মানুষ,,,!! জাতের ভেদে ভেদাভেদ,,, বলি,,, তাঁরাই তো আসল অমানুষ,,,। হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিষ্টান,,, হিংসা করে কারা,,,!! ধর্ম নিয়ে ইর্ষা করে,,, কুলশিত মানব জাতি তারা,,,,। মন্দির মসজিদ,, গির্জা,,, নিচ থেকে যায় যে শুধু দেখা,,,!! আকাশ পথে ঘুরে দেখো,,, সবি তো সমান,,, নাইতো আকা বাঁকা,,,,। জন্ম তোমার দু-দিনের,,, কিসের এতো বড়াই,,,!! যেতে হবে শেষ ঠিকানায়,,, ভেবে দেখো সবি তো মিথ্যা লড়াই,,,।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area