Ads Area

দু'পকেট দু:খ - নেহাল হাফিজ


"সুখ"সব সময় সুখের হয়না
সুখের সূক্ষ্ণ স্নায়ূতে দুখেরা
চুপচাপ গোপনে লালিত হয় ।
কেউ জানেনা, "সুখ"শব্দটিতে
দুখের অবদান কতো !
তবুও মানুষ "সুখ"খোজেঁ
খোজেঁ খোজেঁ চোখ বুজেঁ
স্বপ্ন দেখে ক্লান্ত হয় ।
সুখের ধারালো নখের নীচে
বিছিয়ে দেয় বুকের সবুজ মানচিত্র ;
আর দু:খ ? তাকে অপয়া ভেবে
ঘুমন্ত বালিশ থেকে ঘাড় ধাক্কায়
সুখী মানুষেরা বার বার শাসিয়েছে-
"গেটলস্ট, গেট আউট ফর এভার ।"
দুখের ধূসর বীর্যে সুখের জন্ম,
নেহাল হাফিজ
"দু:খ" ছাড়া সুখ সুখী নয় ।
বোকা মানুষ ! সুখের পূজা শেষে
দু'পকেট দু:খ নিয়ে বাড়ি ফেরে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area