মেয়েটা, শুঁয়োপোকাকে দারুণ পেত ভয় সবাই যখন পাটখেতে খেলত লুকোচুরি ও তখন খিড়কিতে চোখ, রাখত আড়াআড়ি । ইচ্ছে করত খুব কিন্তু কি জানি কি হয় ? বুকের মধ্যে অজানা এক জমাট বাঁধা ভ্য়। ব্ড় হলো , শিখল সে ,ভালোবাসার পাঠ , আবেগগুলো ঘুরত যত তেপান্তরের মাঠ। গ্যাস বেলুনের মতো, উড়ত শত -শত স্বপ্নরঙিন দিন, ছিল না তো ভিন। জীবন-নদে উঠল বড় ঢেউ ,মুহূর্তে সব লণ্ডভণ্ড, কাছে-দূরে রইল না তো কেউ । জমাট বাঁধা মন,লড়ছিল প্রাণপণ মানুষরূপী কীট,করেছিল ঢিঁট। মানবে কেন হায়, সমাজ পুরুষ যে কয় পেড়ে ফেলল আড়ে, লজ্জা নিল কেড়ে । বোকা মেয়ে খেল শেষে ধোঁকা, শরীররূপী মানুষ শুঁয়োপোকা। ছোটনীলপুর,বর্ধমান। |