Ads Area

আমি বানভাসি থেকে বলছি - এম এ বাশার

আমি বানভাসি থেকে বলছি
     এম এ বাশার

আমি বানভাসি থেকে বলছি
আমি তো এখন নেই কোন,
পক্ষ-বিপক্ষের কোন রাজনীতি ব্যক্তি
আমি চাই সাহায্য ত্রাণসামগ্রী।


আমি বানভাসি থেকে বলছি
হিংসা বিদ্বেষ নেই কোন রেষ,
সবে মিলে মোদের করে দাও
একটু বেঁচে থাকার আশ্বাস!

আমি বানভাসি থেকে বলছি
ঘর নাহি আমার নাহি আশ্রয়,
নাহি সেবা নাহি ঔষধ পণ্য তাই
সবার কাছে সহযোগিতা চাই।

আমি বানভাসি থেকে বলছি ভাই
পরিবার পরিজন কে নিয়ে,
আবার নতুন করে বেঁচে থাকতে চাই
তাই সবার সাহায্য কামনা করছি ভাই।

এম এ বাশার
এম এ বাশার
নয়াপাড়া-মাটিফাটা,
শ্রীবরদী-শেরপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area