হদয় আঙিনা
------------------ ডেইজী আশরাফ
এই আমার হৃদয় আঙিনা
আজো শুন্য রয়ে যায়
কারো পদচারনায় হাসি কান্না
কেউ দোলেনা দোলনায়।
শুকনো পাতা ভেঙে ভেঙে
ভরে থাকে আঙিনা
চেয়ে দীর্ঘস্বাস ছাড়ি
তবু মন থেকে ভাঙিনা।
কতটা বছর বসে একা
গুনে তো দেখি নাই
রোদেলা দুপুরে চেয়ে থেকেছি
দুচোখে মানুষের খাই।
জীবন শুধু শুন্য কেটেছে
ধু ধু বালু চর
কেউ নাই পাশে বুকে টানে নাই
তাই বাঁধিনি খেলাঘর।
হৃদয় আঙিনা শুন্য থেকেছে
বাকিটা ও শুন্য থাক
এ ভাবেই বাকি জীবনটা
বিষন্নতায় ভরে যাক।
ডেইজী আশরাফ |