Ads Area

`~গোসা ~• - চিত্তরঞ্জন বসু

 `~গোসা ~•

চিত্তরঞ্জন বসু 17/07/2022 কোকিল দিদি গোসা করে গাইবে না আর গান, বুলবুলি তাই ছুটছে পিছে তার ভাঙাতে মান। কাক নাকি বলেছে তাকে, আমার সাথে থাকবে সুখে। একসাথে তার বাসাতে। পাতার সেতো খুবই ভালো, দেখতে না হয় একটু কালো। তুমি কালো আমিও কালো, দুজন মিলে থাকব ভালো।
চিত্তরঞ্জন বসু 

ভালোই ছিল গানের ছন্দ, গাব খেয়েই হয়েছে মন্দ। কোকিল যদি সেখান গান, আসবে ফিরে মধুর তান। দুজন মিলে গাইলে গান, জুড়িয়ে যাবে সবার প্রাণ। তাইনা শুনে কোকিল রানী, ভিরমি খেয়ে হারায় জ্ঞান। নিজেরতো নেই বাসা মোটে, দোয়েলের বাসায় যায় ছুটে। গোসা করে আছে বসে, খাবার কথাও গেছে ভুলে। মান ভাঙাতে সুর তুলেছে, সবার প্রিয় বুলবুল আর ময়না, বিদঘুটে টার কথা শুনে, সখী কেনো কথা কয়না? ভুলেযা সখী,আসবে সাথী, বাসর রাতে করিস বায়না। যেযা বলে,রাখিস নারে মনে, মনের কথা রাখবি সঙ্গোপনে। সুন্দরীকে পেতে,চায়যে সকলে, জোটেকি আর সবার কপালে ? গোসা করে কাজ নাই, সবে এক সুরে গান গাই। বন্ধুত্ব আমরা অটুট রাখব , লোভীর থেকে বহুদূরে থাকব।
•~গোসা ~• চিত্তরঞ্জন বসু 17/07/2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area