"রা"
শান্তি তুমি কোথায়? শান্তি তুমি কোথায়? খুজিতে তোমারে দেহ ও মনে এসেছে বিষম ক্লান্তি কোথায় তুমি শান্তি। হাটে বাজারে ধনির প্রাসাদে কিংবা রাজসভায় তোমারে খুজিয়া পায় না তথায়, শান্তি তুমি কোথায়? জানিতে ইচ্ছা হয়। নিজ পরিবারে সুখী করিবারে চেষ্টার থাকেনা ক্রুটি , তোমার (শান্তি) দেখা যদি না যায় পাওয়া সকল প্রচেষ্টা ই মাটি। (ক্রমশ) ভাষাহারা