Ads Area

মধ্য রাতের কবিতা - শাশ্বতী রায়

মধ্য রাতের কবিতা
কলমেঃ শাশ্বতী রায়।
০১/০৭/২২
তুমি আমার আকাশের ধ্রুব তারা হবে?
তুমি আমার সন্ধ্যা আকাশের সন্ধ্যা তারা হবে?
তুমি আমার মধ্যরাতের কবিতা হবে?
আকাশ জুড়ে আমায় স্বপ্নালোকের ছায়া পথ দেখাবে
হারাবো দুজন নক্ষত্র তারার মেলাতে।
তুমি ভোরের আকাশের শুক্ তারা হবে?
তুমি আকাশ গংগা হবে?
তোমায় নিয়ে মেঘের ভেলায় ভেসে বেড়াবো দুর থেকে বহুদূরে।
আকাশ গঙ্গা হয়ে পতিত হবো সমূদ্র গভীরে।
ভিজিয়ে দেব তৃষ্ণার্ত যত প্রেমী হৃদয় আছে
পাহাড়ের গা বেয়ে যেমন ঝর্না নেমে আসে
চঞ্চল ছন্দে ছুটে চলে সাগরে যায় হারিয়ে।
তুমি এসো আমার নীরবতার সাথী হবে?
ভেঙে দিবে আমার সকল মৌনতা;
ভিজিয়ে দিবে আমায়,
সাগরের বুকের ঢেউয়ের উচ্ছলতায়।
গানের সুরে সুরে মাতাবে মন,
সেতারের সপ্ত সুরে তুলবে তান, গাইবে আবার নতুন সুরে গান।
শাশ্বতী রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area