Ads Area

বকুল ফুটে - গোলাপ মাহমুদ সৌরভ

বকুল ফুটে

গোলাপ মাহমুদ সৌরভ

০১/০৭/২০২২ হাতে ঝুড়ি ছেলে মেয়ে বকুল গাছের তলে, বকুল ফুলের মালা গাঁথে পরবে বলে গলে। গভীর রজনীতে বকুল ফুটে ঝরে সকাল বেলা, ছেলে মেয়ে কুড়িয়ে আনে গাঁথে ফুলের মালা। ছেলে মেয়ের মন কাড়ে মুগ্ধ ফুলের ঘ্রাণে, সকাল বেলা কুড়ায় ফুল ঝরে রাতে বানে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area