রবি ভৌমিক |
নতুন পৃথিবী জুড়ে শোভা দিতে দিতে একদল ক্লান্ত পথিকের মত, ঘুম চোখে যদি ঢুলে পড়ে, শুধু এসো, স্পর্শ করো তার চুলের রুক্ষতা আর ছুঁয়ে দিও আঙুলের কর আমি বরফের মত, লীনতাপ ছেড়ে, বয়ে যাবো, মিশে যাবো সাগরের ঢেউয়ে, তারপর মেঘেদের মাঝে । তারপর একদিন কোনো এক অচেনা ধূমকেতুর মত হঠাৎ-ই হারিয়ে যাবো ।। বিলীন হব বাতাসের গায়ে দেখে নিও! যে মৃত্যুর পরেও জিতে যায়, শুধু সেই জানে যুদ্ধ জয়ের আনন্দ ।।