Ads Area

ওরে ও বঙ্গ - মম

 ওরে ও বঙ্গ


©মম

ওরে ও প্রিয় বঙ্গ!
দিতে কি পারিস আরেকজন বিধান চন্দ্র রায়?
যিনি হবেন বঙ্গের চির সুসঙ্গ।
আজ জনজীবন যে তাঁরে বড়ই চায়।
সত্যিই কি ভালো যে হয়।

ফের তাহলে বঙ্গ করবে বিশ্ব জয়।
বিধান বিধান বিধান..............
অপার তাঁর অবদান।
তিনিই প্রকৃত মহান।
একই তাঁর মনুষ্য অঙ্গ।
সেথা এক চিকিৎসক, আরেক মুখ্যমন্ত্রীর বাস।
তাঁর জন্যই উদ্ভাস, তিনিই রাজ্যের অনন্ত প্রভাস।
তিনি চির কালের বঙ্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area