স্বর্গ কেন ধরা দেয়না মুঠোয় দেবদত্ত চক্রবর্তী তোমার দেহের সুন্দর অংশগুলো দেখার জন্য আমি ভোরের রক্তাক্ত সূর্যকে পাশে নিয়ে দ্বালান ঘরের ছাঁদে পৌঁছে যেতাম যেখানে দাঁড়িয়ে তুমি একা দখল করে নিতে বাইরের অনন্ত আকাশ আমি চুপিচুপি দাঁড়িয়ে দেখতাম সম্পর্কের গন্ধজড়ানো তোমার অনিন্দ সুন্দর ব্লোজগুলি যা শুধু জন্ম দেয় একটি ভোর একটি সূর্যাস্ত এবং একটি কালো মেঘের টুকরোঃ পৃথিবীর অসমাপ্ত কথা যে আমি হারাব তোমাকে এবং খোঁজে পাবো হাহাকারের শিখা নেমে আসা উৎসমুখে তাঁর জন্য তৈরি করেছি এই ছোট্ট ঘর যার কোন দেয়াল নেই উন্মোক্ত চতুর্দিক যেখানে কৃষ্ণা চতুর্দশীর চাঁদ আড়ালে লোকায় সময়ের বিদগ্ধ রেখা আমার কোন গোপন খেলা ছিলনা তোমাকে নিয়ে কারণ যেদিন তুমি প্রথম স্পর্শ দিয়েছিলে জীবনের উৎসমুখে সেদিন থেকেই আমি বেঁচে আছি একটি বিদায় অথবা সবসময়ের একটি দেখার দ্বারা পৃথক হয়ে কারণ আমি পারিনি আমার হাঁটুর বিরুদ্ধে প্রতিরোধ ভেঙ্গে এগিয়ে যেতে সেইদিকে যেদিকে দিগন্ত ঝুলে থাকে কার্ত্তিকা নক্ষত্রের মতো! Debadutta Chakravarty College Road Hailakandi Assam -788151 INDIA |