অমৃত ঠোঁট
অজিত কুমার জানা
চোখ দিয়ে লিখে দেব কবিতা,
সবুজ হবে পাখি।
অপ্রকাশিত পাণ্ডুলিপি খুঁজে নেবে,
প্রেম আসবাব বোনা খাটে,
স্বীকৃতির ক্ষত তাকিয়ে তাকিয়ে,
লুটে নেবে নৈকট্যের উত্তাপ,
অনাবিল বিশ্বাসের ধ্বনিত দংশনে।
স্বঘোষিত মুক্তির চোরাবালি,
লিখে দেবে যাতনার অসুখ।
তোমার স্নিগ্ধ শীতল,
ক্ষুধার্ত ওই অমৃত ঠোঁটে।
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত