Ads Area

অমৃত ঠোঁট - অজিত কুমার জানা

 অমৃত ঠোঁট 

অজিত কুমার জানা 

চোখ দিয়ে লিখে দেব কবিতা, 
সবুজ হবে পাখি। 
অপ্রকাশিত পাণ্ডুলিপি খুঁজে নেবে, 
একমুখ হাসির ঠিকানা। 
অজিত কুমার জানা 


প্রেম আসবাব বোনা খাটে, 
স্বীকৃতির ক্ষত তাকিয়ে তাকিয়ে, 
লুটে নেবে নৈকট্যের উত্তাপ, 
অনাবিল বিশ্বাসের ধ্বনিত দংশনে। 

স্বঘোষিত মুক্তির চোরাবালি, 
লিখে দেবে যাতনার অসুখ। 
তোমার স্নিগ্ধ শীতল, 
ক্ষুধার্ত ওই অমৃত ঠোঁটে। 




হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত 


Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area