Ads Area

অনুভব - মিনতি গোস্বামী


অনুভব

মিনতি গোস্বামী

ড্রোন ক্যামেরায় তোলা হচ্ছে
  তোলা হচ্ছে আমাদের যাপন

 আজ লিখিনি প্রতিবাদ
 লিখেছি কি কিছু  কোনোদিন?

 ভয়ে শুধু কুঁকড়ে মরেছি
 নিজেকে গুটিয়ে নিয়েছি বারবার

 অমলকান্তির রোদ্দুর হওয়ার
 কথা ও শুনছি না।

 আজ অনুভব করছি
 এ অভাগা দেশে
 একজন অমলকান্তির দরকার ছিল।


বোরহাট, কালীতলা, বর্ধমান
পোষ্ট -নূতন গঞ্জ
জেলা -পূর্ব বর্ধমান


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area