অনুভব
মিনতি গোস্বামী
ড্রোন ক্যামেরায় তোলা হচ্ছে
তোলা হচ্ছে আমাদের যাপন
আজ লিখিনি প্রতিবাদ
লিখেছি কি কিছু কোনোদিন?
ভয়ে শুধু কুঁকড়ে মরেছি
নিজেকে গুটিয়ে নিয়েছি বারবার
অমলকান্তির রোদ্দুর হওয়ার
কথা ও শুনছি না।
আজ অনুভব করছি
এ অভাগা দেশে
একজন অমলকান্তির দরকার ছিল।
বোরহাট, কালীতলা, বর্ধমান
পোষ্ট -নূতন গঞ্জ
জেলা -পূর্ব বর্ধমান