রথ ©মম তোমার বানানো আমার দেহ রথ। তোমার দেওয়া অনন্ত পথ। তুমিই সারথী। আমার রথ - পথি। তুমি মম আত্মার জ্যোতি। তোমার দয়ায়ই আমি ভক্তিমতি। মন আমার চাকা। সারথী, তোমার জন্যই সে চাকার এগোতে থাকা। আমার দেহ রথের গন্তর্ব্য তা তো পাকা। এ রথের দেবতা - সেও যে তুমিই স্বয়ং। সে তো আমার জীবন, তুমিই, আমার সে অহং। তুমিই রথী। তুমিই প্রাণ, মন গতি। পয়লা জুলাই শুভ রথযাত্রা। দিল্লী |