Ads Area

সপ্ন - সামিমা ইয়াসমিন

 


                  সপ্ন

সেই স্বপ্ন আবার দেখলাম মাঝ
রাতে
ঘুম থেকে উঠে দেখি রাত দেড়টা


বাজে
চেষ্টা করেও আসেনা আমার চোখে
ঘুম
যদিও চারিদিকটা নিঃশব্দ আর
নিরঝুম
বিছানা থেকে উঠে দাঁড়ালাম জানালার 
পাশে
তা দিয়ে ঘরের মধ্যে চন্দ্রের আলো
আসে
এত রোমাঞ্চক পূর্ন আবহাওয়ায় বিলীন হয়ে
মন
মাঝে মাঝে গায়ে হাওয়া লাগে
কনকন
হঠাৎ করে শুনতে পায় কাঁচ ভাঙার
শব্দ
চোখ খুলে দেখি মা চ্যাঁচাতে
ব্যস্ত
তারপরই বুঝলাম এগুলো সবই ছিল
স্বপ্ন।  
                           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area