Ads Area

গীতিকার্নী - মম

 গীতিকার্নী

মম

ছোট্ট শব্দ হৃদয়।
তবুও হয় না জয়।
বারে বারে বারে 
শুধুই পরাজয়।
কেমনে আপন কোরবো তারে!
উজাড় করে প্রেম বারি
তবুও কি হৃদকে ভেজাতে পারি?
লুকিয়ে থেকে অন্দরে
খেলেন হৃদয় বাবু।
নোঙ্গর ফেলে প্রেম বন্দরে
মন যে বড়ই কাবু।
বালুচরে গেড়ে তাঁবু
প্রেমের জোয়ারে ডুবুহাবু।
তবুও হৃদয় বেকাবু।
ভালোবাসার জাহাজে
বিপদের সাইরেন বাজে।
হৃদয় মশাই অভিজ্ঞ।
পাত্তা না দেওয়ায় বিজ্ঞ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area