Ads Area

কবি, কবিতা এবং - শান্তনু গুড়িয়া

কবি, কবিতা এবং...

 শান্তনু গুড়িয়া

 
কবি নামের রাজহাঁসটি সেজে করি প্যাঁক প্যাঁক,
 ধূর্ত শেয়াল চোখ বুজে থাকে অপেক্ষায়---
                  এই বুঝি কামড়ায় খ্যাক !
 কবিতা নামের রাজহংসী এক
 তার সঙ্গে আমি মাতি রতিরঙ্গে, অচিরেই
 পেটে তার ফলাই হংসডিম্ব কত
 বিদ্বজ্জনের পাতে পড়ে যেগুলো থেকে  
 ভেঙে বেরোয় কবিতাকুসুম
 এগুলির চেয়ে অনুপম রঞ্জনী বলো কিছু কি আছে
 মস্তিষ্ক ও মননের শিল্পিত সারাৎসার বলে'
 ভুল করো পাছে ---
 গায়ে মাখে, ঠোঁটে বোলায় এমনকি
 অবলীলায় গিলে খায়
        যদি ওঠে জাতে !
 শান্তনু গুড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area