আহা
©মম
উত্থান, পতন।
আহা হিংসার কত যতন।
জীবন চলে জলের মতন।
বিদ্বেষ তো অন্তরের অমূল্য রতন।
হায়!
নিজের সর্বনাশ যে নিজেই চায়।
হৃদয় বিভেদের গান গায়।
সমাজে উচ্চাসন পায়।
নোংরামো খতম করে মূল্যবোধ।
অকারণ সঞ্চিত প্রতিশোধ।
কূটনীতির, কুৎসিত আঁধারে পৌঁছয় না আদর্শের রোদ।
নৈতিকতার ধ্বংসলীলাকে কেউ করে না প্রতিরোধ।