Ads Area

অভিমানী - শুভ্র মাহমুদ .

 অভিমানী

. শুভ্র মাহমুদ . অবহেলা করিনি, ছিলো আমার অভিমান - আমি ভুলে যাই নাই, তোমাকে দেখেছি _ তুমি বুঝতে পারো কি না আমার সিন্ধু অভিমান? প্রতারণা ছিলো না, অহেতুক অপবাদ - বুঝো নাই আমার অনুভূতি,কি চেয়েছি আমি? আমার মস্তিষ্কের পুরোটা জুড়ে ছিলে তুমি - _আছো এখনো তুমি, আমি বড্ড অভিমানী । ছলনাময়ী নয়, প্রতারক নয়,মিথ্যাবাদী নয় । আমার হৃদয় জুড়ে এখনো তোমার ভালোবাসার জয়গান। আমি দমিয়ে রাখতে চাই, পারি না থামাতে আর নিজেকে, আমার অন্তর কাঁপানো হৃদয়ের ভালোবাসার আত্মচিৎকার নাহি বুঝলে। ছলনাময়ী, অবহেলার প্রতারণা বিষাদ বাক্য ছুড়ে দিলে? তাও নাহি বুঝলে আমার অভিমান, রক্তের কনিকা আজও তোমার নামে হাহাকার করে _ আমার জন্য যেন কিছুই নাই _ তুমি নাহি বুঝলে আমার অভিমান, আমার অস্তিত্বে তুমি রবে চিরতরে বিরাজমান..! আমি তোমার চিন্তায় বিভোর ক্লান্তশ্রী!!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area