Ads Area

প্রকৃতিমাতা - এঞ্জেল অঙ্কনা সিংহ

প্রকৃতিমাতা

এঞ্জেল অঙ্কনা সিংহ

তারিখ - ২৬/০৬/২০২২

---

আমি প্রকৃতির বুকে জন্ম নিয়েছি,

প্রকৃতির বুকে খেলি,

প্রকৃতির কোলে মাথা রেখে শুই,

প্রকৃতির কথা বলি।


তোমার সোঁদা মাটির গন্ধ,

মন ভরে আঘ্রাণে,

ময়ূর হেথা পেখম মেলে,

ভরা বর্ষা শ্রাবণে।


আমি প্রকৃতির সুরে গান বাঁধার,

স্বপ্ন দেখি ঘুমে,

কোকিলের কুহু ময়ূরের কেকা,

তারাভরা রাত ঝুমে।


আগুন লাগায় ফাগুন পলাশ,

দোলা দোল তব প্রাণে,

নীল দিগন্তে সাদা-কালো মেঘ,

উতলা ভাবুক মনে।


আমি জেগে রই তারাভরা রাতে,

জোছনাতে স্নান করি,

জোনাক রাতে নিঝুম কাটে,

একলা একাকী মরি।


এঞ্জেল অঙ্কনা সিংহ

গীতা বাইবেল ফজরের বোল,

দুর্গাপুজোর সানাই,

এই বাংলা মায়ের বুকে,

একসাথে মোরা মানাই।

---


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area